প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার ও আইটিইএস সেবায় রপ্তানির বিপরীতে সরকারি প্রনোদনা পেলেও এক্ষেত্রে ফ্রিল্যান্সাররা এতোদিন তাদের আয় করা বৈদেশিক মুদ্রার বিপরীতে কোনো প্রনোদনা পেত না। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে ফ্রিল্যান্সাররা তাদের আয় করা মোট রেমিটেন্সের উপর ৪% হারে প্রণোদনা পাবে। আপাতত ৫৫টি মার্কেটপ্লেসকে চিহ্নিত করা হয়েছে যেখান থেকে আয় করলে এই প্রণোদনা দেওয়া হবে, ধীরে ধীরে এই সংখ্যা আরো বাড়ানো হবে। আইসিটি মন্ত্রণালয়ের এই প্রণোদনা কমিটিতে বাক্কো অনলাইন প্রফেশনালস ফোরামের পক্ষ থেকে আমি যুক্ত থাকতে পেরে গর্ববোধ করছি।
গত ১৯ জুলাই ২০২০ দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা প্রথম আলোতে “বুয়েটের পুরকৌশলী, এখন উদ্যোক্তা” শিরোনামে আমাকে এবং আমার প্রতিষ্ঠান ভাইজার এক্সকে নিয়ে একটা ফিচার নিউজ ছাপা হয়। ফিচার নিউজটি একই সাথে প্রিন্ট মিডিয়া এবং অনলাইন ভার্সনে পাবলিশ হয়। প্রথম আলোর সাংবাদিক এবং লেখক রাহিতুল ইসলাম এই নিউজে আমার শুরু থেকে এখন পর্যন্ত উঠে আসার গল্পটা তুলে ধরেছেন। বুয়েট থেকে ইন্জিনিয়ারিং-এ গ্রেজুয়েশন সম্পন্ন করার পর মূল ধারার বাইরে গিয়ে ফ্রিল্যান্সিং শুরু করা এবং সেখান থেকে উদ্যোক্তা হওয়ার জার্নিটা সহজ ছিল না।
পুরো নিউজটি প্রথম আলো থেকে পড়তে এখানে ক্লিক করুন। আমার সম্পর্কে বিস্তারিত জানতে আমার কথা পেইজটি ভিজিট করতে পারেন।
একটা URL কে যখন পার্মানেন্টলি অন্য একটি URL এ মুভ করা হয় তখন 301 Redirect ব্যবহার করে পুরাতন URL টিকে নতুন URL এ রিডিরেক্ট করে দিতে হয়। 301 Redirects নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এই ভিডিওতে, আশা করি সবাই উপকৃত হবে।
আমরা যারা SEO নিয়ে কাজ করি তাদের ওয়েবসাইটের বিভিন্ন তথ্য যেমন Page Authority (PA), Domain Authority (DA), Trust Flow (TF), Citation Flow (CF), Spam Score, Site Age, Social Signal সহ আরো অনেক তথ্যের দরকার হয় নিয়মিত। বিশেষ করে Guest Post বা Link Building Outreach এর জন্য এইসব তথ্য খুবই জরুরি। এইসব তথ্য সংগ্রহের জন্য আমরা Ahrefs, Moz, Majestic, Semrush সহ আরো অনেক টুল ব্যবহার করি যেগুলো খুবই ব্যয়বহুল টুল। আবার অনেকেই দেখা যায় গ্রুপ বাই করে টুলগুলো ব্যবহার করলেও অনেক ঝামেলা থেকে যায়। সমস্যা হল এক এক টুল থেকে এক এক ধরনের তথ্য পাওয়া যায় এবং সবগুলো তথ্যই কাজ করার জন্য দরকার হয়। যেমন ধরুন, PA, DA, Spam Score জানার জন্য আপনার দরকার Moz। আবার TF, CF, TF-CF Ratio জানার জন্য আপনার দরকার পড়বে Majestic । আবার monthly traffic, ranked keywords এসবের জন্য দরকার পড়ে semrush। অন্যান্য কাজের জন্য আরো টুলতো আছেই। এতোগুলো টুল একসাথে ব্যবহার করা যেমন কঠিন, একইসাথে অনেক খরচের ব্যাপার। আজ আপনারদের এমন একটা Google Chrome Extension এর সাথে পরিচয় করিয়ে দিব যেটা দিয়ে এই সব তথ্য এক নিমেষেই পেয়ে যাবেন এবং খরচও হবে খুবই কম – এটি হল SerpWorx ।
যারা অনলাইনে রেগুলার কেনাকাটা করেন, তাদের জন্য কুপন কোড বা ডিসকাউন্ট কুপন খুব কাজের জিনিস। ডোমেইন হোস্টিং সহ প্রায় সব অনলাইন শপেরই বিভিন্ন পরিমান ডিসকাউন্টের কুপন কোড থাকে যেটা অনলাইন থেকে খুঁজে বের করে চেকআউটের সময় বসাতে হয় যেটা কিছুটা বিরক্তিকর এবং সময়সাপেক্ষ ব্যাপার। এমন হলে কেমন হত যদি চেকআউটের সময় অটোমেটিক কুপন কোডটা বসে যেত? আজকে এমনই একটা Google Chrome Extension এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব।
দৈনন্দিন জীবনে আমাদের অনেক ধরনের কাজ করতে হয়। সব কাজগুলোকে একটু সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারলে আপনার প্রোডাক্টিভিটি লেভেলকে অনেক বাড়িয়ে ফেলতে পারবেন। ধরেন যদি এমন কোনো টুল থাকে যেটা আপনাকে প্রতিদিন কি কি করতে হবে সেটা মনে করিয়ে দিল। ইম্পোর্ট্যান্ট কাজের জন্য আলাদা করে আপনাকে মোবাইলে মেসেজ করে জানিয়ে দিল। আপনার মিটিং টাইম, ডেইলি রুটিন, মাসিক বিল পেমেন্ট সবকিছু সময়মত একজন সেক্রেটারির ন্যায় আপনাকে জানিয়ে দিল – তাহলে কত ভালো হতো।
উপরের সবগুলো সুবিধা পাবেন Todoist এই অ্যাপটিতে। অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, iOS সব অপারেটিং সিস্টেমেই ব্যবহার করতে পারবেন টুলটি। ফলে কম্পিউটার, ল্যাপটপ, ম্যাকবুক, মোবাইল সব কিছুতেই আপনি আপনার টু ডুলিষ্ট দেখতে পাবেন, আপডেট করতে পারবেন এবং নোটিফিকেশন পাবেন। প্রিমিয়াম ভার্সন ব্যবহার করলে একই সাথে মোবাইলে মেসেজ আকারে পাবেন নোটিফিকেশন। ফলে কোনো ইম্পোর্ট্যান্ট কাজই আর মিস হবে না কখনো।
আমাদের দুইদিনব্যাপী আনলিমিট কনফারেন্স গত ৭-৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে গুলশানের খাজানা গার্ডেনিয়া ব্যানকুয়েট হলে। ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন বিজনেসের উপর এতো ভালো মানের কনফারেন্স এর আগে কখনো হয়নি। কনফারেন্সটি সবার জন্য ছিল না, ইনভাইটেশন অনলি গেষ্টদের নিয়ে ছিল। যারা অলরেডি মার্কেটপ্লেসে ভালো করছে, কিংবা ছোট টিম নিয়ে কাজ করছে, বড় কিছু করতে চায় তাদের কথা মাথায় রেখেই সেশনগুলোকে সাজানো হয়েছিল। আমি নিজেও কিছু সেশন থেকে ভালো কিছু আইডিয়া পেয়েছি, পেয়েছি মটিভেশন আর গাইডলাইন। এখানে আমি পুরো ইভেন্টের একটা সারসংক্ষেপ তুলে ধরার চেষ্টা করছি।
৭ জানুয়ারি ২০১৮ : ১ম দিন
সকাল ৯টার মধ্যেই সবাই উপস্থিত হয়ে যায় ভেন্যুতে – গার্ডেনিয়া ব্যানকুয়েট হল, গুলশান ২, ঢাকা। সকালে হালকা নাস্তা আর কফির আয়োজন ছিল আমাদের। এরপর পরই আমরা আমাদের কনফারেন্স শুরু করি। প্রথমেই জাতীয় সংগীতের মধ্য দিয়ে কনফারেন্স শুরু হয়। এরপর পবিত্র কোরআন তিলাওয়াত। সারাদিনের প্রোগ্রামকে আমরা দু’টি ভাগে ভাগ করি, লাঞ্চের আগে থাকে আমাদের দু’টি সেশন এবং একটি প্যানেল ডিসকাশন।
প্রথম সেশনে ডিজিটাল মার্কেটিং স্কিলের মার্কেট নিয়ে আলোচনা করেন Abul Kashem, CEO of XPOENT InfoSystem (PVT) Ltd. । এখানে তিনি আন্তর্জাতিক বাজারের ডিমান্ড এবং ট্রেন্ড নিয়ে আলোচনা করেন, আমাদের কি কি সুযোগ আছে, আমাদের টার্গেট মার্কেট কি হওয়া উচিত, এই বিশাল মার্কেটকে টার্গেট করার জন্য আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত এসব নিয়ে আলোচনা করেন।
এরপরের সেশনটাই ছিল আমার, আমার সেশনে আমি মার্কেটিং ফোরামগুলোকে ব্যবহার করে কিভাবে পটেনশিয়াল ক্লায়েন্ট পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করেছি। যারা ফ্রিল্যান্স মার্কেটপ্লেসে কাজ করছেন, তাদের জন্য বেশি বেশি ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে এই সেশনটা অবশ্যই খুব ভালো কাজে দিবে। একেবারে শেষের দিকে Fiverr Gig Reselling এর উপর একটা টিপস দিয়েছি, আশা করছি সবার কাজে লাগবে।